বিরল প্রজাতির সাদা হরিণ

  15-08-2017 11:52PM

পিএনএস ডেস্ক: সাধারণ সোনালী, হলুদ বা লালচে রঙের হরিণ বেশি চোখে পড়ে। কিন্তু সাদা রঙের হরিণ কি কেউ দেখেছেন। সম্প্রতি এমন হরিণের দেখা মিলেছে।

সুইডেনের ভার্মল্যান্ডে হরিণটির দেখা পান হ্যান নিলসসন নামের এক গবেষক।

কিন্তু সেই হরিণকে তিনি আটকাতে না পারলেও তার ছবি তুলেছেন এবং তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরল প্রজাতির এই হরিণের ছবি শেয়ারের পরই সাড়া ফেলে পুরো দুনিয়ায়। ইতোমধ্যে সেই ভিডিও শেয়ার হয়েছে প্রায় ১০ লাখের উপরে।

গবেষক একটি বনের ভেতর দিয়ে হাঁটছিলেন। এসময় একটি হরিণ তার চোখে পড়ে। তিনি দেখেন একটি সাদা হরিণ নালা পার হচ্ছিল। দ্রুত তিনি পুরো দৃশ্যটি ক্যামেরায় ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, মুস প্রজাতির হরিণটি একটি নালা পার হয়। পার হয়ে সেটি শরীর থেকে পানি ঝেড়ে ফেলে দেয়। এর পর ঘাস খাওয়া শুরু করে। পরে কিছুক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থাকে হরিণটি।

হ্যান বলেন, ‘সেটি কখনো মানুষ দেখেনি। এমন একটি প্রাণী দেখতে পাওয়ার অনুভূতি অসাধারণ।’

সুইডেনে প্রায় চার লাখ মুস আছে। তবে সেগুলোর সবকটিই বলতে গেলে বাদামি রঙের। সাদা মুসের সংখ্যা মাত্র ১০০টি।

বিশেষজ্ঞরা জানান, হরিণটির সাদা রঙের রহস্য শ্বেত রোগ নয়। জিনের (জীবের বৈশিষ্ট্যের ধারক) অস্বাভাবিক পরিবর্তনই এর জন্য দায়ী।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন