ছবি দুটি ভাইরাল হচ্ছে ফেসবুকে

  07-09-2017 02:06AM

পিএনএস ডেস্ক: কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরছে এ ছবি দুটি। বামদিকের ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি প্রার্থনারত একজন নারীর মাথার ওপর ছাতা ধরে আছে, যাতে তার গায়ে রোদ না লাগে। ডানদিকের ছবিটি আরও বেশি নজর কাড়ে। কেন না, সেখানে ছাতার অভাব পূরণ করছেন স্বয়ং একজন মানুষ। প্রার্থনারত একজন মানুষকে নিজের ছায়া তলে আগলে রেখেছেন আরেকজন মানুষ।

ছবি দুটি ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি মানবতার প্রতীক কিংবা পারস্পরিক সহায়তা সূচিত করছে- সেটি পাঠকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হলো। বামদিকের ছবিটি পাওয়া গিয়েছে Immfeed নামক একটি ফেসবুক পাতা থেকে। সেই পেজে আপ করা এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে- 'মক্কার মসজিদ আল হারামের মধ্যে প্রার্থনারত একজন নারীর মাথায় ছাতা ধরে আছেন তার স্বামী'।

আর ডানদিকের ছবিটি পাওয়া গিয়েছে মো.তরিকুল ইসলাম অভি নামক একজন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে। তরিকুল ইসলাম ছবিটি প্রসঙ্গে প্রিয়.কমকে বলেছেন, 'ছবি ফটোশপ করা না, এটা নিশ্চিত। তবে যেখান থেকে পেয়েছিলাম, সেখানে ক্যাপশনের তথ্যে ভুল ছিলো। এটি হজের সময় তোলা না। ইভেন এ বছরেরও না, অনেক আগের ছবি'।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন