সেক্স ডলের হাতে মারা যেতে পারে মানুষ!

  13-09-2017 12:34AM

পিএনএস ডেস্ক:ক্রমশ গোটা বিশ্ব এখন রোবটের আয়ত্বে চলে আসছে। মানুষের চেয়ে রোবটের দামটাই অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। ইদানিং পতিতালয়গুলোতে খদ্দরের জৈবিক চাহিদা মেটানোর ক্ষেত্রে জলজ্যান্ত নারীদেহ থেকে সেক্সডলের চাহিদাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেক্সডলের এই জনপ্রিয়তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ এই জনপ্রিয়তা ধরেই হ্যাকাররা মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে।

বিশেষজ্ঞের মতে, খুব সহজেই একজন হ্যাকার একটি সেক্স ডলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মেরে ফেলতে পারে একজন সেক্স ডল ব্যবহারকারীকে। তাই বিশেষজ্ঞরা এ বিষয়ে সবাইকে যথেষ্ট সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন সবাইকে।

সম্প্রতি ড. প্যাটারসন নামের একজন বিশেষজ্ঞ স্টার অনলাইনকে বলেন, 'যেহেতু সেক্স ডল একটি রোবট, তাই এটি নির্মাণ করা হয় যথেষ্ট আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি দ্বারা। তাই হ্যাকাররা নিখুঁত যান্ত্রিক হ্যাকিংয়ের মাধ্যমে সেক্সডলের সমস্ত চলাচলই তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। সুতরাং, এই সব সেক্সডল কিনে হ্যাকারের খপ্পরে পড়ে প্রান হারানোটা অস্বাভাবিক কিছুই না।'



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন