এক বোতল পানির দাম ৬৫ লক্ষ টাকা!

  21-09-2017 02:36AM

পিএনএস ডেস্ক:কথায় আছে জলের দরে কেনা। আর সেই জলের দরই হয়ে দাঁড়াল বোতল পিছু ৬৫ লাখ টাকা! অবিশ্বাস্য তাই না? তবে এমন বোতলই বানিয়েছে আমেরিকার বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানি। ২০১৮-র মাঝামাঝি এমন বোতল নাকি আসবে ভারতের বাজারেও।

আকাশছোঁয়া দামের এই বোতলের ব্র্যান্ড ‘বেভারলি হিলস ৯০এইচ২০।’ এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বোতলের ডিজাইন বানিয়েছেন বিশ্বের নাম করা এক স্বর্ণশিল্পী।

কী এমন রয়েছে ওই বোতলে?

সংস্থা সূত্রে খবর, ওই বোতলের ঢাকনা তৈরি হয়েছে ২৫০টি সাদা ও কালো হিরে দিয়ে। বোতলগুলো যে কেস-এ থাকছে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সকলেরই নজর কাড়বে।

এবার আসা যাক বোতলের রাখা পানীয়ের বিষয়ে। সাদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫,০০০ ফুট উচ্চতা থেকে সংগৃহীত ওই জল প্রভূত খাদ্যগুণ এবং খনিজ সমৃদ্ধ। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই জল খুবই স্বাস্থ্যসম্মত।
বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাকের কথায়, ওই জল রেশমের মতো মোলায়েম, মুচমুচে এবং অত্যন্ত হালকা।

২০১৮-তে এই জল ভর্তি বোতল আসতে চলেছে ভারতের বাজারে। তবে ৬৫ লাখ টাকা ব্যয়ে ওই বোতল কে কিনবে সেটাই এখন ভাবাচ্ছে সংস্থা কর্তৃপক্ষকে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন