মাছটির ওজন ১ টন!

  21-09-2017 03:40PM


পিএনএস ডেস্ক: সমুদ্রের গবেষণা রোমাঞ্চকর। কারো জানা নেই মহাসাগরে কি ধরনের জীবজন্তুর অস্তিত্ব রয়েছে।

রাশিয়ান জেলেরা তখন আশ্চর্য হয়ে যান যখন তাদের জালে একটি বিশালাকার মাছ আটকায়।

রাশিয়ার জেলেরা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করার জন্য পানিতে জাল ফেলেন। কিন্তু কিভাবে এত বড় মাছ তাদের জালে আটকে গেলো সেই দেখে অবাক হয়ে যান। এই ঘটনাটি পশ্চিম রাশিয়ার সাখালিনের। যেখানে জেলেরা প্রায় ১১০০ কেজির সানফিসের সন্ধান পেয়েছেন। এই মাছটিকে বিশ্বের সবচেয়ে বড় মাছ বলে মনে করা হচ্ছে।

এই এক টন মাছ চন্দ্রশেখর এবং মোল্লা নামেও পরিচিত। বস্তত এই মাছটি পচা অবস্থায় জালে আটকেছে। যা ব্যবহার করা যাবে না।

তবে, এটিকে বৃহত্তম আকারের মাছ বলা যেতে পারে।

আর্ট্টার বল্কভ নামে একজন জেলে বলেছেন, আমার কাছে এত বড় মাছ সম্পর্কে কোনো তথ্য ছিল না। হ্যাঁ, কিছু ডলফিনের আকার ১.৫ মিটার পর্যন্ত হয়। কিন্তু বিশালাকার সান ফিস আমি কখনও দেখিনি। পচে যাওয়ার ফলে এই মাছটিকে বন্য জন্তুদের দেওয়া হবে।

এর আগেও রাশিয়াতে এমনই একটি মাছ আলোচনায় আসে যার দাঁত মানুষের মতো দেখতে ছিল। এখানে অদ্ভুত মাছের সংবাদ শিরোনামে থাকে। সূত্র: ইন্টারনেট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন