চরিত্রের আদলে বদলে যাবে শাড়ির রঙ!

  08-10-2017 02:03AM

পিএনএস ডেস্ক:কেনাকাটা হোক বা বাড়িতে ঢুকতে রিমোট কন্ট্রোল, সব ক্ষেত্রেই এখন অত্যাধুনিক প্রযুক্তি। এই টেকনোলজি ছাড়া মানুষ এখন এক মুহূর্তের জন্যেও চলতে পারবে না। এতদিন প্রযুক্তি জামাকাপড় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এবার শাড়িতেও এসেছে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।

এবার আইবিএম-এর সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তি ও ফ্যাশনের মেলবন্ধন ঘটালেন ডিজাইনার গৌরব গুপ্তা। নিয়ে এলেন বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ প্রযুক্তি নির্ভর শাড়ি। আইবিএম-এর ওয়াটসন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এই শাড়িতে।

নিজস্ব ডেটাবেস থেকে একটি প্যাটার্ন বা ধাঁচ বেছে নিয়ে প্রযুক্তির সাহায্যে এই শাড়ি নিজের মত করে রঙ পরিবর্তন করবে। শাড়িতে লাগানো হয়েছে সূক্ষ্ম অটোমেটিক এলইডি। চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে রঙ বদলাবে এই শাড়ি।

শুধু টুইটার অ্যাকাউন্টকে এই শাড়ির ইন্টারফেসের সঙ্গে লিঙ্ক করতে হবে। এরপর যিনিই এই শাড়ি পড়বেন, তার টুইটার অ্যাকাউন্টের সঙ্গে তাল মিলিয়ে নিজের মত করে রঙ বদলাবে এই শাড়ি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন