নাকের ভেতর গজিয়েছে ‘সুপারনিউমেরারি দাঁত’!

  04-11-2017 03:50PM

পিএনএস ডেস্ক: সুন্দর দাঁতের সুন্দর হাসি শুধু আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না, এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক। শৈশবে প্রথমে দুধের দাঁত উঠা থেকে শুরু আর শেষ বার্ধ্যক্যে ফোকলা দাঁতের হাসি দিয়ে। কিন্তু কোনো সময় কি শুনেছেন এই সুন্দর দাঁত মানুষের মাড়িতে না উঠে নাকের ভেতরে উঠেছে। অনেক সময় একটি দাঁতের পাশে আরেকটি দাঁত উঠতে দেখা যায়। সেটাকে গজদাঁত বলে। কিন্তু নাকের ভেতরে উঠা দাঁতকে আপনি কি বলবেন?

চীনে ঘটেছে এমন ঘটনা। চীনা এক নারীর নাকের ভেতর গজিয়েছে আস্ত একটি দাঁত। অার সে কারণে ওই নারীর নাকে প্রচণ্ড যন্ত্রণা হতো। যন্ত্রণা বাড়তে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হন এই নারী। অবশেষে অস্ত্রোপচার করে অপসারণ করা হয় নাকের ভেতরের ওই দাঁত।

অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন ওই নারী।

চিকিৎসকরা জানান, প্রথমে তারা ভেবেছিলেন শিয়া নামের ওই নারীর নাকে কোনো ধাতব বস্তু আটকে রয়েছে। যা শিয়াকে এত যন্ত্রণা দিচ্ছে। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা পুরোপুরি অবাক হয়ে যায়। তারা দেখতে পান শিয়ার নাকের ভেতর রয়েছে আস্ত একটি দাঁত। পরে অস্ত্রোপচার করে নাকের ভেতর থেকে দাঁতটি বের করে আনা হয়।

জানা গেছে, এই ধরনের দাঁতকে ‘সুপারনিউমেরারি টিথ’ বলে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন