মাথা ছাড়াই বেঁচে থাকতে পারে তেলাপোকা!

  10-11-2017 12:27PM

পিএনএস ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও আপনি যা ভাবছেন তার থেকেও বেশি শক্তিশালী আরশোলা৷ খাবার খোলা রাখলেই যেন সেখানে নজর চলে যায় এই পতঙ্গের৷ অথবা একটু আড়াল আবডাল পেলেই সে তার পরিবার বিস্তার করে জাঁকিয়ে বসে৷ খাবার হোক বা বাসনপত্র, আরশোলা যেন টার্গেট করার জন্যেই হাজির হয়ে যায় আপনার বাড়িতে৷ যার অত্যাচারে আপনি অতিষ্ঠ, যাকে বাড়ি থেকে বিদায় করতে আপনার কালঘাম ছুটে যায় সে কতটা শক্তি ধরে তা জানা আছে কি?

আরশোলা নাকি তাঁর মাথা ছাড়া দিব্যি বেঁচে থাকতে অনেক দিন! কোনও ভাবে আরশোলার মাথা কাটা গেলে সে তৎক্ষণাৎ মরে যায় না৷

কারণ হিসেবে বলা হয়ে থাকে, মানুষের যেমন শ্বাস-প্রশ্বাস থেকে খাদ্যগ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুই মাথা দিয়ে হয়, আরশোলার ক্ষেত্রে রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধুমাত্র মাথার সঙ্গে সংযুক্ত নয়৷ আরশোলার রক্ত ঠান্ডা৷ পাশাপাশি, আরশোলাকে কিছু পরে পরেই খাবার খাওয়ার প্রয়োজন হয় না৷ একবার খাবার খেয়ে এক সপ্তাহ কাটিয়ে দিতে পারে এই পতঙ্গটি৷

আরশোলার মাথা কাটা গেলে খুব সহজেই নাকি রক্ত জমাট বেঁধে যায়৷ ফলে গরম রক্ত যে প্রাণীদের বা মানুষের মতো তৎক্ষণাৎ প্রাণ সংশয়ের আশঙ্কা তার নেই৷ তবে তার বাকি অংশে অন্য কেউ (পিঁপড়ে বা অন্য কোনও পোকামাকড়, ব্যাকটিরিয়া) আক্রমণ করলে সে ধীরে ধীরে শেষের পথে এগোতে থাকে৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন