মাংসের ব্রা পরে প্রতিবাদ!

  13-11-2017 10:50AM

পিএনএস ডেস্ক:কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মি টু’ হ্যাশট্যাগ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। যৌন হয়রানির শিকার নারীরা সোশ্যাল মিডিয়ায় এ হ্যাশট্যাগ লিখে প্রতিবাদে নেমেছিলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছিল।

এবার যৌন হয়রানির বিরুদ্ধে মাংসের বক্ষ বন্ধনী পরে যৌন হয়রানির অভিনব প্রতিবাদ করেছেন ব্রাজিলের কয়েক জন মডেল।

‘মিস বামবাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিলে। পাঁচ জন মডেল গোমাংস দিয়ে তৈরি বক্ষ বন্ধনী পরে এ প্রতিযোগিতায় নামেন। প্রায় ৫০ কেজি গোমাংস ব্যবহার করা হয়েছিল তাদের এই পোশাক তৈরিতে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররকে ওই মডেলদের একজন বলেন, ‘আমাদের শুধুমাত্র মাংসের পিণ্ড মনে করা হবে কেন? অতিরিক্ত সুন্দরী হওয়াই কি আমাদের অপরাধ? তা হলে হলিউড অভিনেত্রীরা! তাদের ক্ষেত্রে কী অজুহাত দেবেন?’

মাস খানেক আগেই হলিউড প্রযোজক হার্ভি ওয়ানস্টাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মুখ খুলেছিলেন একের পর এক অভিনেত্রী। এ ঘটনা নাড়িয়ে দিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে। প্রতিবাদের ভাষাও উঠে আসে। সেই প্রতিবাদের আঁচ এবার পৌঁছেছে ‘মিস বামবাম’ প্রতিযোগিতাতেও।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন