পুরুষের মানসিকতা জানতে যেসব প্রশ্ন করবেন

  16-11-2017 01:19PM


পিএনএস ডেস্ক: হয়তো নতুন কোনো ছেলে বন্ধু হয়েছে আপনার। বাহ্যিক দেখায় তাকে পছন্দও হয়েছে। কিন্তু তার মানসিকতা জানেন না আপনি। তার প্রতি আগ্রহের পরও ঘনিষ্ঠভাবে মেশার ক্ষেত্রে তাই দ্বিধায় পড়েছেন। তাহলে জেনে নিন, নতুন ও অচেনা পুরুষ বন্ধুর মানসিকতা জানতে কোন প্রশ্নগুলো করতে পারেন-

১. সম্প্রতি ঘটে যাওয়া বা আলোড়ন ফেলা কোনো খবর বা ইস্যু নিয়ে তার মত জানতে চান। এতে করে তার উৎসাহের বিষয়, আদর্শগত অবস্থা ও আশপাশ সম্পর্কে তিনি কতটা ওয়াকিবহাল- এসব জানা যাবে।

২. তার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের গল্প শুনতে পারেন। এতে করে তার পরিবার সম্পর্কে জানা যাবে।

৩. সাম্প্রতিক কোন বিষয়টি তাকে ভীষণ উত্তেজিত করেছিল- সেটা জানতে চাইতে পারেন।

৪. ছোটবেলায় তার ঘটানো সব থেকে পাগলাটে কাণ্ড বিষয়ে জানতে চান। এক্ষেত্রে অস্বস্তি লাগলে তার ছোটবেলার বিভিন্ন বিষয় জেনে নিন।

৫. তার প্রতিষ্ঠানিক পড়াশুনার বিষয়ে প্রশ্ন করুন। এর বাইরে কী ধরনের বই পড়ার আগ্রহ রয়েছে, প্রশ্ন করতে পারেন।

৬. তার অন্যান্য আগ্রহের বিষয়, যেমন- সিনেমা দেখা, গান শোনা, ভ্রমণ- এসব বিষয়ে খুঁটিনাটি জানতে চান।

৭. তার কোনো পোষা প্রাণী আছে কিনা জানা যেতে পারে। এ প্রশ্ন পোষ্যদের সম্পর্কে তার পছন্দ-অপছন্দ জানিয়ে দেবে।

৮. তিনি ঠিক কোন পেশা পছন্দ করেন বা কোন কাজটি করতে ভালবাসেন- জেনে নিন। তাহলে তার মানসিকতার ধরন বুঝতে পারবেন।

৯. তার জীবন থেকে খুব কাছের কেউ হারিয়েছে কিনা জেনে নিন। তাহলে তার সম্পর্কে জানতে চান। এতে তার আবেগ-অনুভূতি ও মানবিক অবস্থা সম্পর্কে ধারণা পাবেন।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন