শিশুর গলা থেকে বের হলো জীবত কই মাছ!

  17-11-2017 11:54AM

পিএনএস ডেস্ক:জীবত কই মাছ আটকেছে শ্বাসনালীতে। ছটফট করছে আট মাসের শিশু।

ভারতের মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকরা অভয় দেন, চিন্তা করবেন না।

কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখের স্ত্রী আমিনা বিবি জানেন জীবত কই মাছ কত মারাত্মক। আক্ষেপ করছিলেন, কেন ভুল করে বাচ্চাদের সামনে রেখেছিলেন মাছগুলো।

বুধবার বিকেলে মাছ আনেন রহিম। আমিনা যেখানে সেগুলো রেখেছিলেন, তার কাছেই খেলছিল তার চার বছরের রাহুল আর আট মাসের হামিদ। রাহুল খেলতে খেলতে ভাইয়ের মুখে জীবত কই ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হামিদকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাতেই মালদহ মেডিকেলে হামিদকে দেখার পরে বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চারজনের দল করে ফেলা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা।

কই মাছটাও তখনও বেঁচে ছিল!


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন