চিনে নিন পৃথিবীর সবচেয়ে সহজ-সরল পরিবারটিকে

  24-11-2017 03:35PM


পিএনএস ডেস্ক: রনস্লে পরিবারটি সম্ভবত পৃথিবীর সবার থেকে আলাদা। এই পরিবারের বাচ্চাদের লালন-পালনে অভিভাবকদের কোনো বাঁধা-ধরা নিয়ম নেই।

ব্রিটেনের এই পরিবারে রয়েছে ৭ সন্তান। বাচ্চারা যা মন চায় তাই করতে পারে। তারা মোটেও কিছু মনে করেন না যদি বাচ্চারা স্কুলে না যায়। এমনকি বাচ্চা ইচ্ছেমতো দেহে ট্যাটু আঁকতে পারে এবং চুলের স্টাইল নির্ধারণ করতে পারে।

তাদের এই বিশ্বের সবচেয়ে সহজ-সরল পরিবার বলে মনে করেন অনেকে। কিন্তু তাদের কথা তো আর কেউ জানেন না। তবে যারা জানেন তারা এমনটাই মনে করেন। আপনি নিজের সন্তানদের কতটুকু স্বাধীনতা দেন? কিছু তো বিধিনিষেধ থাকেই। কিন্তু এই রনস্লে পরিবারের বিষয়টিই আলাদা।

এরা যা মন চায় করতে পারে।

কখন ঘুমাতে যাবে তারা? বিষয়টি নির্ভর করে তাদের ওপর। চুল ফেলে দিতে পারে যদি মন চায়। স্কুলে যেতে মন না চাইলে কোনো সমস্যা নেই। তারা যা মন চায় তাই খেতে পারে। কেবল বড় হলেই যে ট্যাটু আঁকতে পারবে এমন নির্দেশনা নেই। চাইলে তারা এখনই ট্যাটু আঁকতে পারে।

অভিভাবকদের বিশ্বাস, এই উপায়েই বাচ্চাদের মানুষ করে তুলতে হয়। এ পদ্ধতিতে বাচ্চাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে সুষ্ঠুভাবে।

এখন আপনি কী ভাবছেন এ বিষয়ে? সূত্র : দুবাই পোস্ট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন