প্রথম দর্শনে প্রেম সম্ভব না অসম্ভব!

  30-11-2017 02:47PM

পিএনএস ডেস্ক: বহু সাহিত্যেই প্রথম দর্শনে প্রেমের কথাটি পাওয়া যায়। যদিও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বিষয়টি নিয়ে মানুষের যেমন আগ্রহ আছে তেমন ধোঁয়াশাও আছে।

প্রথম দেখায় প্রেম মনে হলেই ‘মিষ্টি প্রেমের’ একটি ফ্যান্টাসির দরজা খুলে যায় অনেকের মনে। তবে এ ফ্যান্টাসিতে যেন পানি ঢেলে দিল গবেষকদের সাম্প্রতিক গবেষণা!

নিরস গবেষকরা বলছেন, প্রথম দর্শনে প্রেম - কথাটা আদতে সত্য নয়! প্রথমে দর্শনে যা জন্মে তা হলো আকর্ষণ। প্রেম-ভালোবাসা আরো বহু দূরের ব্যাপার!

যদিও প্রথম দেখায় প্রেমের সমর্থকরা বলেন, এ প্রেম প্রথমবার দেখাতেই শুরু হয়। তবে দুইতরফা নয়, বরং একতরফা হতেই দেখা যায় এ ধরনের অধিকাংশ প্রেমে। প্রথম দেখাটা হতে পারে পাত্র-পাত্রীর বিচরণস্থল, কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রে। তবে অল্প বয়সে এ ধরনের প্রেমে পড়তে বেশি দেখা যায়। এ প্রেমে রূপ-সৌন্দর্য, দৈহিক মাপকাঠি, গায়ের রং ইত্যাদির ভূমিকা বেশি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভূমিকা তেমন একটা দেখা যায় না।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন