মদ পানে শীর্ষে যে দেশ

  17-12-2017 01:44AM

পিএনএস ডেস্ক: প্রায় সব দেশের নাগরিকরাই কমবেশি মদ পান করেন। তাই, এই মদ পানের শীর্ষ দেশ খুঁজতে জরিপ করেছে একদল গবেষক। জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যাণ্ডের মাঝে অবস্থিত নরফল্ক দ্বীপের বাসিন্দারা বেশি পরিমাণ মদ পান করেন।

নরফল্ক দ্বীপের দৈর্ঘ্য ৮ কিলোমিটার ও প্রস্থ ৫ কিলোমিটার। এর মোট জনসংখ্যা প্রায় ১ হাজার ৫শ’ জন। দ্বীপ রাষ্ট্রটি ছোট হলেও এখানের প্রত্যেকে গড়ে মদ পান বাবদ বছরে ৪৮৬ ডলার ব্যয় করেন।

গবেষণায় আরো দেখা গেছে, ইউরোপে মদ পানে শীর্ষ দেশ হল সুইজারল্যাণ্ড। এখানের প্রত্যেকে গড়ে মদ পান বাবদ বছরে ৪৬২ ডলার ব্যয় করে থাকে।

প্রত্যেক দেশের নাগরিক মাথাপিছু কত বোতল মদ পান করেছেন এ হিসাবে দেখা যায়, নরফল্ক দ্বীপের নাগরিকরা সবচেয়ে বেশি মাথাপিছু ৭৭.৮০ বোতল মদ পান করেছেন। এরপরে রয়েছে ভ্যাটিকান সিটি (৭৬), আনদোরা (৬৬), ক্রোয়েশিয়া (৬৩.৩), পর্তুগাল (৬১.৮) এবং স্লোভেনিয়া (৫৭.৫)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন