দেড় বছর পর যা করলেন দুই নারী সমকামী!

  18-12-2017 03:45PM

পিএনএস ডেস্ক: দেড় বছর ধরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আগামী বছরই তারা দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন।
অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরই প্রথম বিয়েতে আবদ্ধ হন লরেন প্রাইস (৩১) ও এমি লাকার (২৯)। তারা যুবতী। এর মধ্যে লরেন প্রাইস হলেন স্বামীর ভূমিকায়। আর তার স্ত্রীর ভূমিকায় এমি লাকার। তবে সরকারি খাতায় তাদের ঘোষণা করা হয়েছে ‘ওয়াইফ অ্যান্ড ওয়াইফ’হিসেবে।

শনিবার সিডনির ক্যামডেনে অবস্থিত মাকারথুর পার্কে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। তারা রেজিস্ট্রি খাতায় স্বাক্ষর করে হয়ে যান প্রথম সমকামী দম্পতি। এজন্য আগে থেকেই সব আয়োজন সেরে রাখা হয়। আমন্ত্রণ জানানো হয় ঘনিষ্ঠ আত্মীয়দের। সাজানো হয় বিয়ের আসর। নিজেদের সাজান তারা দৃষ্টিকাড়া বিয়ের সাদা পোশাকে। এ বিয়েতে উপস্থিত হয়েছিলেন ৬৫ জন অতিথি।

অস্ট্রেলিয়ায় ভোটে পাস হওয়া নিয়ম অনুযায়ী সমকামী বিয়ের অনুষ্ঠানের এক মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ করতে হবে এবং তাদের কাছ থেকে বিশেষ অনুমোদন নিতে হয়। কিন্তু এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন