ইন্টারনেটে জুলিয়েটকে খুঁজছে রোমিও!

  10-02-2018 04:46PM

পিএনএস ডেস্ক:অনেক বয়স হয়েছে। এবার একজন প্রেমিকা চাই৷ আশপাশে খুঁজে না পেয়ে তাই এবার ইন্টারনেটে খোঁজ পড়েছে জুলিয়েটের৷ ইন্টারনেট তাকে খুঁজছে রোমিও৷

রোমিও একটি ব্যাঙ৷ থাকে বোলিভিয়ায়৷ ১০ বছর ধরে সে ব্যাচেলার৷ আশপাশে হাজার জাতের ব্যাঙ সে দেখেছে৷ কিন্তু কাউকে মনে ধরেনি৷ শেষ পর্যন্ত হালই ছেড়ে দিয়েছিল সে৷ কিন্তু কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের মানুষ নামক প্রাণীগুলো তা হতে দিল না৷ রোমিওর সাহায্য করতে এগিয়ে এল তারা৷

রোমিওর জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দিল তারা৷ এখন একটি ডেটিং ওয়েবসাইটে জ্বলজ্বল করছে রোমিওর নাম৷ সেখানে লেখা রয়েছে, “হাই আমি রোমিও৷ বোলিভিয়ার সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ৷ আমি সাধারণ ছেলে৷ রাতে ঘরে থাকতেই পছন্দ করি৷ খেতে ভালোবাসি৷ শেষ হয়ে গেলে আবারও খাই৷ কে এমন করে?”

একটি স্প্যানিশ ভাষায় কথাটি বলা হয়েছে৷ এমনকী ভিডিওয় তার মোবাইল নম্বরও দেওয়া রয়েছে৷ এমনভাবে কোন ব্যাঙ নিজের প্রেমিকাকে খোঁজে৷ কিন্তু রোমিরও ব্যাপার আলাদা৷ সে একটু বেশিই দিল খোলা৷ তাই তো প্রোফাইলে স্পষ্টভাবে সে লিখেছে, “আমার জুলিয়েটকে খুঁজছি৷” নিজের রিলেশনশিপ স্টেটাসে রোমিও লিখেছে, “অবিবাহিত”৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন