হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল গাড়ি (ভিডিও)

  02-03-2018 01:45AM

পিএনএস ডেস্ক:হাই স্পিড ড্র্যাগ রেসে দুই প্রতিযোগী দুটি গাড়ি নিয়ে পরস্পরের পাল্লা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই একটি গাড়িতে গণ্ডগোল দেখা দেয়। এতে গাড়িটি প্রচণ্ড বিস্ফোরণে একরকম উড়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা রাজ্যে ‘ন্যাশনাল হট রড অ্যাসোসিয়েশন’ গাড়ির এ প্রতিযোগিতাটির আয়োজন করেছিল। এতে দুইজন বিখ্যাত রেসিং গাড়িচালক অংশ নিয়েছিলেন।

৬৮ বছর বয়সী জন ফোর্স ও ২৮ বছর বয়সী জনি লিন্ডবার্গ গাড়ি দুটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে জন ফোর্সের গাড়ির তেল লিক করে তা বিস্ফোরিত হয়ে যায়।

বিস্ফোরণে মুহূর্তেই উড়ে যায় ফোর্সের গাড়িটি। এ সময় নিরাপত্তার জন্য গাড়ির পেছনে লাগানো প্যারাসুট খুলে যায়। পরে উভয় গাড়ির সংঘর্ষে দুটি গাড়িই ধ্বংসপ্রাপ্ত হয়।

প্রতিযোগিতায় দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি হালকাভাবে নির্মিত হলেও এগুলোর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। এ কারণে গাড়িদুটির চালকেরা আঘাত পেলেও কেউই গুরুতর আহত হননি।

ভিডিওতে দেখুন ঘটনাটি-



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন