এখন ছেলেরাও পরবে স্কার্ট!

  11-04-2018 12:36AM

পিএনএস ডেস্ক:শুধু ছাত্রীরা নয়, এখন থেকে ছেলেরাও চাইলে স্কার্ট পরতে পারবে। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ।

ওই স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড মেলোনি জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে লিঙ্গ সমতা ফেরাতেই এই ব্যবস্থা আানা হয়েছে। কেউ যদি অন্য লিঙ্গের মতো আচরণ করতে চায়, তাহলে তাঁকে পূর্ণ সুযোগ দেওয়া হবে।

ওই স্কুলের প্রাক্তন ছাত্র ব্রিটিশ টেলিভিশন ডিরেক্টর ক্রিশ্চিয়ান জেসেন জানান, তাঁদের সময়ে স্কার্ট পরার সুযোগ ছিল না। যদি সুযোগ থাকত তাহলে তিনি স্কার্ট পরেই আসতেন।

১৯৮৪ সাল থেকে বিট্রেনের বিভিন্ন স্কুলে লিঙ্গ ভেদে পোশাক পরার রীতি চালু রয়েছে। এখন সেই রীতি ভেঙে দিল আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ।

তবে লিঙ্গভেদ দূর করার জন্য এই রীতি যথেষ্ট অভিনব তা মানছেন অনেকে। ছেলেরা স্কুলে স্কার্ট পরবে এই খবর যুক্তরাজ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন