গাড়ির নম্বর প্লেটের মূল্য ১৩২ কোটি টাকা!

  11-04-2018 11:16AM

পিএনএস ডেস্ক:কী এমন অমূল্য হতে পারে গাড়ির নম্বর প্লেট। যে তার জন্য কোটি কোটি টাকার বাজি ধরবেন ক্রেতারা। এমনই অসম্ভব কাণ্ড ঘটেছে ব্রিটেনে। এক দেড় লাখ টাকায় নয়, গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে ১৩২ কোটি টাকায়।

বাইরের দেশের তারকারা অনেক সময় নিজের পছন্দের নম্বর প্লেটের জন্য লাখ খানেক টাকা খরচ করেন বটে। তবে ১৩২ কোটি টাকা খরচ করার কথা শোনা যায়নি কখনও। এমন অসম্ভব ঘটনা সত্যিই ঘটেছে ব্রিটেনে।

F1 নম্বর প্লেটটি কেনার জন্য যেকোনও মূল্য দিতে রাজি ছিলেন ব্রিটেনের একাধিক ব্যক্তি। এই নম্বর প্লেট গাড়িতে রাখা নাকি একটি আভিজাত্যের লক্ষণ। সেকারণেই ব্রিটিশ বিলিওনেয়াররা এই নম্বর প্লেট পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এক্ষেত্রে সেটাই ঘটেছিল।

১৯০৪ সাল থেকে এসেক্স সিটি কাউন্সিলের অধীনে ছিল এই নম্বর প্লেটটি। ২০০৮ সালে ৪ কোটি টাকায় সেটি কিনে নিয়েছিলেন আফজন খান নামে এক ব্রিটিশ শিল্পপতি। তারপর থেকে খান ডিজাইনের অধীনেই ছিল F1 নম্বর প্লেটটি। এই প্রথম বাজারে দর উঠল তার। ৪ কোটি থেকে এক ধাক্কায় ১৩২ কোটি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন