গাড়ির খরচ বাঁচাতে যা করলো এই ব্যক্তি

  03-08-2018 05:14AM

পিএনএস ডেস্ক :গাড়ির বিমা কম খরচে করানোর জন্য লিঙ্গই বদলে ফেললেন এক ব্যক্তি। ২৪ বছর বয়সী সেই ব্যক্তির নাম অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। কানাডায় নারীদের জন্য কম খরচে গাড়ির বিমা এবং সরকারি পার্কিংয়ের সুবিধা পাওয়া যায়। সেই সুবিধা নিতেই খাতায় কলমে নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেললেন সেই ব্যক্তি।

পুরুষদের জন্য গাড়ির বিমা এবং সরকারি পার্কিং পাওয়া যায় ৪৫০০ পাউন্ডে। নারীদের ক্ষেত্রে সেই খরচ ৩২০০ পাউন্ড। সেই কারণেই লিঙ্গ পরিবর্তনের পরিকল্পনা করেন সেই ব্যক্তি। শুধু তাই নয় সরকারিভাবী লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসকের কাছ থেকে শংসাপত্রও আদায় করেন তিনি। পাশাপাশি নতুন করে জন্মের শংসাপত্র সংগ্রহ করেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‌আমি একজন মধ্যবিত্ত মানুষ। আমার পারিবারিক পিছুটানও নেই। অর্থের সংকট আমার জীবনে একটি বড় সমস্যা। তাই এই কাজ করেছি। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আমার এই কাজে অবাক হয়েছিল। কিন্তু আমার কিছু করার ছিল না।’‌

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন