যে কারণে অসবরের ঘোষণা দিলেন মিচেল জনসন!

  19-08-2018 02:19PM

পিএনএস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৫ সালে। এবার ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটকেও না বলে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাম হাতি পেসার মিচেল জনসন। এতদিন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছিলেন তিনি। আইপিএলের সর্বশেষ মৌসুমেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। রোববার সব ধরনের ক্রিকেট থেকে অসবরের ঘোষণা দেন তিনি।

জনসন জানিয়েছেন, আরো কিছুদিন খেলতে চাইলেও শরীর মানতে পারছে না সেই ধকল। 'পার্থ নাউ'- এ প্রকাশিত এক কলামে অসি পেসার লিখেছেন, 'শেষ হয়ে গেল। আমি আমার শেষ বলটা করে ফেলেছি। নিয়ে নিয়েছি শেষ উইকেটটিও। আজ আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আশা করেছিলাম, আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো খেলতে পারব। তবে শরীরটা বেঁকে বসেছে।'

জনসন জানিয়েছেন, আইপিএলের গত মৌসুম থেকেই পিঠের সমস্যায় ভুগছেন তিনি। এ বছর নাইটরা অসি এই পেসারকে ২ কোটি রুপিতে কিনলেও মাঠে তিনি তার মূল্য বোঝাতে পেরেছেন সামান্যই। ছয় ম্যাচে ২১৬ রান খরচায় তিনি নিতে পেরেছিলেন মাত্র ২টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েনটি খেলেছেন জনসন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন