এই মাছটির দাম ২৬ কোটি টাকা!

  06-01-2019 02:39PM

পিএনএস ডেস্ক :জাপানের বাজারে বিশাল আকারের একটি ব্লুফিন টুনা মাছ ৩১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

শনিবার জাপানি নববর্ষ উপলক্ষে টোকিওর নতুন মাছ বাজারে এই নিলাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশি টাকায় মাছটির দাম ২৬ কোটি টাকা প্রায়।

‘টুনা সম্রাট’ হিসেবে খ্যাত কিয়োশি কিমুরু কিনেছেন ২৭৮ কেজি ওজেনের বিশাল এই সামুদ্রিক মাছটি। বিলুপ্ত প্রায় ব্লুফিন প্রজাতির মাছটি ধরা হয়েছে জাপানের উত্তর উপকূল থেকে।

প্রসঙ্গত, জাপানের নর্ববর্ষ উপলক্ষে টুন মাছের খুব কদর। প্রতিবছর এই সময় টুনা মাছের নিলাম হয় টোকিওর বাজারে। এসময় বড় আকারের টুনা মাছের প্রচুর দাম ওঠে। নববর্ষে টুন মাছের বিশেষ খাবার জাপানে খুবই জনপ্রিয়। এর আগে ২০১৩ সালেও কিয়োশি কিমুরু ১৪ লাখ মার্কিন ডলারে একটি টুনা মাছ কিনেছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন