ঝড়ের কবলে ভেঙে পড়ল সেতু, ভিডিও ভাইরাল

  28-03-2019 03:26PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে ওয়াইহো নদীর একটি সেতু গতকাল মঙ্গলবার প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ভেঙে পড়েছে। ওই সেতু ভেঙে পড়ার মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ভিডিওতে দেখা যায়, দেশটির সাউথ আইসল্যান্ডের ফ্রাঞ্জ জোসেফ শহরের ওই সেতুটির একটি অংশ ঝড়ের কবলে আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং সেতুর কংক্রিটগুলো নদীতে পড়ে যাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে দেশটির আবহাওয়াবিদরা ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলে অবস্থিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝড়ের জন্য ওয়াইহো নদীসহ আশপাশের নদীগুলো ফুঁসে উঠছে। এটি ওই অঞ্চলের কৃষকদের জন্য মাথাব্যথার কারণ হতে পারে বলে দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেলাল্ডকে জানিয়েছেন ওয়েস্টল্যান্ডের মেয়র ব্রুস স্মিথ।



পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন