একটি মাছের দু’টি মুখ, ভাইরাল ছবি!

  25-08-2019 08:07PM

পিএনএস ডেস্ক: একটি মাছ, তবে দু’টি মুখ। এমনই অদ্ভুত একটি মাছ ধরা পড়লো নিউইয়র্কের এক দম্পতির বড়শিতে। সেই ছবি এখন ভাইরাল।

নিউইয়র্কের ডেবি গেডেস ও তার স্বামীর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় তাদের জালে ধরা পড়ে অদ্ভুত দেখতে এই মাছটি।

ডেবি গেডেস জানিয়েছেন, আমি প্রথমে যখন মাছটি দেখি তখন বিশ্বাসই করতে পারেনি। একটি মাছের দু’টি মুখ। অথচ মাছটি একদম সুস্থ রয়েছে।

তিনি আরও জানান, মাছটির ছবি তোলার পর তাকে আবার পানিতে দেয় তারা। এরপর ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায়।

ফক্স নিউজ জানিয়েছে, মাছটি ধরার পর হ্রদে ছাড়ার আগে ডেবি গ্যাডেস ও তার স্বামী মাছের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। কয়েকটি নিউজ পোর্টালেও ওই ছবি প্রকাশ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নটি বয়েজে ফিশিং’ নামের একটি দল পোস্ট করলে বিশ্বজুড়ে এই দু’টি মুখওয়ালা মাছের ছবি ভাইরাল হয়ে যায় ব্যাপক হারে।

ছবিটি শেয়ার করার পর নটি বয়েজ ফিশিং দল লিখেছে, ডেবি গ্যাডস ও তার স্বামী চ্যাম্পলাইন হ্রদে মাছ ধরার সময় দুই মুখযুক্ত এই মাছটি পেয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন