পিএনএস ডেস্ক: বিয়েতে নতুন বরবধূকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে বিশ্বব্যাপী।। স্বর্ণালঙ্কার, হীরের গয়না, দামি গাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কত উপহারই না দেওয়া হয় নতুন বরকে। কিন্তু কখনও কি শুনেছেন বিয়ের আসরে নতুন জামাইকে শাশুড়ি একে ৪৭ উপহার দিয়েছেন?
হ্যাঁ, এমনটাই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি ট্যুইটারে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি পাকিস্তানের।
ভিডিওতে দেখা যায়, যুবক-যুবতীর বিয়ে হচ্ছে। বিয়ের পর জামাইকে নতুন উপহার দিতে এসে একে-৪৭ হাতে তুলে দিলেন শাশুড়ি। এই ঘটনায় জামাই নিজেও কিছুটা অবাক। তবে বন্দুকটি হাতে পেয়ে বেজায় খুশিও হয়েছেন তিনি। সূত্র: প্রোপাকিস্তানি, ডেইলি স্টার ইউকে, জিনিউজ আসাম
পিএনএস/আনোয়ার
বিয়ের আসরে জামাইকে শাশুড়ির চমক, উপহার দিলেন একে-৪৭ (ভিডিও)
