১১৮৭ ডিগ্রি ফুটন্ত আগ্নেয়গিরি টপকে রেকর্ড গড়ল নারী

  12-03-2021 03:23PM

পিএনএস ডেস্ক: নিচে টগবগ করে ফুটছে লাভা। তার ওপর দিয়ে দড়ি বেয়ে আগ্নেয়গিরি লেকের উপর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পার করে যাওয়া এক নারীর ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।

জানা গেছে, কারিনা ওলিয়ানী নামে ওই নারী এই দুঃসাহস দেখিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। আগুনের ওপর দিয়ে পার করেছে প্রায় ১০০.৫৮ মিটার। সে সময় তাপমাত্রা ছিল প্রায় ১১৮৭ ডিগ্রি সেলসিয়াস। আগ্নেয়গিরি লেকটির নাম এরতা আলে। ইথোপিয়ার আফারে রয়েছে এই লেক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ওই নারী। তিনি একজন ব্রাজিলিয়ান চিকিৎসক। কারিনা ওলিয়ানী জানান, এর থেকে বড় চ্যালেঞ্জ আর কী হতে পারে?

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন