দেহব্যবসায় বিশ্বে সবার আগে কোন দেশ?

  23-08-2016 08:42PM

পিএনএস ডেস্ক : বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে দেহব্যবসা। অর্থের বিনিময়ে শরীরী খেলায় মত্তের নামই দেহব্যবসা। বিশ্বের কোথাও এটা সম্পূর্ণ বেআইনি। কোথাও আবার আইনি ব্যধতা আছে। তবে বেশিরভাগ জায়গাতেই বেআইনি হয়েও রমরমিয়ে চলে।

সম্প্রতি হাভোস্কোপ রিসার্চ ইনস্টিটিউট এক রিপোর্ট প্রকাশ করে এই বিষয়ে। দেহব্যবসায় অর্থের লেনদেনের ভিত্তিতে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তা বলা হয় এই রিপোর্টে। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ দেহ ব্যবসায় কোন জায়গায় দাঁড়িয়ে----


১) চিন- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দেহব্যবসার রমরমা বললে কম বলা হবে। সবচেয়ে বেশি দেহব্যবসার কেন্দ্র চিনেই রয়েছে। দুনিয়ার সবচেয়ে বেশি যৌনতা বিষয়ক পণ্য যেমন সেক্স টয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উত্পাদন হয় চিনেই। চিনে দেহব্যবসায় বছরে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়। যা বিশ্বের বাকি দেশগুলির চেয়ে অনেক বেশি



পিএনএস: জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন