ভিডিও সুপারহিট করবেন কি করে

  24-08-2016 01:36AM


পিএনএস: আজকাল ছবি পোস্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন ট্রেণ্ড! ভিডিও আপলোড। কিন্তু সমস্যা একটাই। কমছে লাইক, কমেন্ট। মন খারাপ সাইবার-বাসীর। কিন্তু কি করলেন আপনার ভিডিও হবে সাইবার দুনিয়ায় হিট। জেনে নিনি তারই কিছু উপায়….

আপলোড করার সময়:
হাতে ভিডিও আছে। আপলোড করে দিলাম। এমনটা নয়! যে দিন খুশি ভিডিও আপলোড করবেন না। সপ্তাহের প্রথম বা দ্বিতীয় দিন ভিডিও অপলোড করার চেষ্ঠা করুন। এতে শেয়ার ও লাইক বেশি হবে। কারণ শনি, রবি বা ছুটির দিন মানুষ নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। তাই দিন গুলি এড়িয়ে চলুন।

ভিডিও পরিমাপ:
বেশি সময় ধরে ভিডিও দেখার ধৈর্য বা সময় কোনটাই আজকাল মানুষের কাছে নেই। সমীক্ষা বলছে, ১৯ শতাংশ মানুষ ১০ সেকেন্ডের বেশি বড় ভিডিও দেখেন না। তাই যখন ভিডিও আপলোড করবেন দেখবেন বেশি বড় যেন না হয়।

ভিডিও পরিমাপ:
বেশি সময় ধরে ভিডিও দেখার ধৈর্য বা সময় কোনটাই আজকাল মানুষের কাছে নেই। সমীক্ষা বলছে, ১৯ শতাংশ মানুষ ১০ সেকেন্ডের বেশি বড় ভিডিও দেখেন না। তাই যখন ভিডিও আপলোড করবেন দেখবেন বেশি বড় যেন না হয়।

এনগেজ করুন:
আপনার ভিডিওর মতো একই রকম ভিডিও খুঁজে নিন সোশ্যাল প্ল্যাটফর্মে। নিজের ভিডিওটি সেগুলোর সঙ্গে এনগেজ করুন।



পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন