শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ১৫ দিনের মধ্যে ড্রেজিং কাজ শেষ হবে

  18-10-2016 04:41PM

পিএনএস: নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের নাব্যতা সংকট মোকাবেলায় ১১টি ড্রেজার নিয়োজিত রয়েছে। যাতে দুটি ফেরি এক সাথে পারাপার হতে পারে সে জন্য ব্যাপক ভাবে ড্রেজিং কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে ড্রেজিং কাজ শেষ হবে। ফলে এ নৌপথে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবে ফেরিগুলো। আজ বেলা ১১টায় জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটের পদ্মা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিসি'র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য প্রকৌশল মো. মফিজুল হক, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, উপ-পরিচালক মাওয়া জোন এসএম আজগর আলী, ড্রেজিং বিভাগের নিবার্হী প্রকৌশলী সুলতান আহম্মেদ, লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেকুজ্জামান প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন