রামপাল বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ রাখতে সরকারকে আহ্বান জানিয়েছে ইউনেস্কো

  19-10-2016 08:55PM

পিএনএস,ডেস্ক : সুন্দরবনের কাছে রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্পটির কাজ বন্ধ রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো।
একই সঙ্গে ইউনেস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের একটি প্রকল্প বাংলাদেশে সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি।

বুধবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

রামপালে প্রস্তাবিতএই বিদ্যুৎ প্রকল্পটি বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে করা হচ্ছে। এটির উৎপাদন ক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট। প্রতি বছর প্রায় ৫০ লাখ টন কয়লা এটিতে ব্যবহার করা হবে।

সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি এই প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশের পরিবেশবাদীরা এবং বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন করে আসছে।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এবং ইন্টারন্যাশনাল কনজার্ভেশন ইউনিয়ন (আইইউসিএন) বলেছে, এই বিদ্যুৎ কেন্দ্রের দূষণ সুন্দরবনের অপূরণীয় ক্ষতি করবে এমন সম্ভাবনা খুবই প্রবল।

ইউনেস্কোর প্রস্তাব, এই বিদ্যুৎকেন্দ্রটি এমন কোনো জায়গায় সরিয়ে নেয়া উচিত, যাতে সুন্দরবনের কোনো ক্ষতি না হয়।

উল্লেখ্য ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। আর সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার উত্তরে এই আলোচিত বিদ্যুৎকেন্দ্র।




পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন