উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে মালামাল জব্দ

  19-10-2016 09:49PM

পিএনএস, উখিয়া (কক্সবাজার): ৩৪ বিজিবির আওতাধীন মরিচ্যা ও রেজু খাল যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন সিএনজি গাড়ি সহ বিপুল পরিমাণ মিয়ানমারের সিগারেট জব্দ করেন। জব্দকৃত সিএনজি ও গাড়ি সিগারেটের মূল্য সাড়ে ৬ লক্ষাধিক টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারমূখী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ৪ হাজার পিস বার্মিজ নিুমানের সিগারেট সহ সিএনজি গাড়ি জব্দ করেন।
অপরদিকে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যরা জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ হাজার ২শ ৬০ প্যাকেট নিুমানের সিগারেট, ১৮ প্যাকেট কপি ও ৪ কেজি পলিথিন জব্দ করেন।
জব্দকৃত মালামালের মূল্য ৮ লক্ষ ৬৯ হাজার টাকা ৪শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। গত মঙ্গলবার সকালে উখিয়াস্থ বালুখালী কাস্টমস অফিসে আটককৃত সিএনজি, কপি ও পলিথিন এবং সিগারেট জমা দেওয়া হয়। ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন