বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

  20-10-2016 11:43AM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেসক্লাবের প্রস্তাবিত ৩১তলা বিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বক্তব্য দেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন