‘দেশে অনলাইন বাড়ছে, পত্রিকার গুরুত্ব কমছে’

  20-10-2016 02:38PM

পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে অনলাইন গণমাধ্যমের সংখ্যা বাড়ছে এবং পত্রিকার গুরুত্ব কমে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে নতুন প্রজন্ম সকালবেলা একটি ল্যাপটপ নিয়ে বসলেই বিশ্বের সব খবর পেয়ে যায়। কিন্ত আমরা পুরোনো যুগের মানুষ পত্রিকা ছাড়া চলে না। সকাল বেলা ঘুম থেকে উঠেই পত্রিকা এবং এক কাপ চা ছাড়া আমাদের চলে না।’

প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমরা অনেকগুলো টিভি মিডিয়া করে দিয়েছি। আপনোদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করছেন। যদিও আমাদের প্রতিপক্ষ বলে থাকেন সংবাদপত্রের ও সাংবাদিকদের স্বাধীনতা নেই। যদি স্বাধীনতা নাই থাকবে তবে আপানারা এসব কথা কিভাবে বলেন?’

তিনি আরও বলেন, ‘টিভিতে রাতে যেসব টকশো হয় তা শুনলে মনে হয় না দেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই। আওয়ামী ক্ষমতায় আসলেই সাধারণ মানুষ কিছু না কিছু পায়। আপনারা সাংবাদিকরাও এর বাইরে নন।’

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের জমি বরাদ্দসহ সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন