সাংবাদিকতায় পেশাদারিত্ব সমুন্নত রাখার তাগিদ

  21-10-2016 08:35PM

পিএনএস: মানবিক সংকটকালে তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এ ধরনের সংকটের সময়গুলোতে গণমাধ্যমকে অবশ্যই নেতিবাচক সাংবাদিকতা থেকে নিবৃত্ত থাকতে হবে। তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে।

শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এশিয়া মিডিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের দেয়া সময় মতো তথ্য ও যোগাযোগ মানুষের জীবন রক্ষায় সাহায্য করে। এর মাধ্যমে দুর্যোগে আক্রান্ত জনগণের কাছে মানবিক সংস্থাগুলো সহায়তা পৌঁছে দিতে পারে।
তিনি আরো বলেন, জরুরি পরিস্থিতিতে সংবাদ সরবরাহ করা সাধারণ রিপোর্টিংয়ের মতো নয়। কারণ সংকটকালে পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। যা গণমাধ্যমকর্মীদের জন্য সুনির্দিষ্ট চ্যালেঞ্জ নিয়ে আসে। তখন পরিকল্পনা ও চিন্তার সময় কম থাকে।
বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন