বীরবিক্রম হেমায়েত উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

  22-10-2016 05:07PM


পিএনএস : মহান মুক্তিযুদ্ধে সাহসী যোদ্ধা, হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। তার বড় ছেলে হাসেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হেমায়েত উদ্দিন বীর বিক্রমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে। শুক্রবার রাত ২ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী কোটালীপাড়াসহ এ অঞ্চলে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ১১ ছেলে দুই মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন