মুক্তিযুদ্ধের সংগঠক হেমায়েত উদ্দিনের মৃত্যুতে নৌ পরিবহন মন্ত্রীর শোক

  22-10-2016 09:37PM

পিএনএস : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান মুক্তিযুদ্ধের সংগঠক ও হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন আহমেদ বীর বিক্রম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবজ্জ্বল ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো, যা সহযে পূরণ হবার নয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন আজ চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে হেমায়েত বাহিনী গড়ে তুলে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নৌ পরিবহন মন্ত্রীর পিতা মৌলভি আচমত আলী খান উক্ত বাহিনীর উপদেষ্টা ছিলেন।


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন