জাতীয় স্মৃতিসৌধে ১০ দেশের ৫৪ প্রতিনিধির শ্রদ্ধা

  23-10-2016 03:15PM

পিএনএস: জাতীয় স্মৃতিসৌধে বিশ্বের ১০টি দেশের ৫৪ জন প্রতিনিধি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। রবিবার বেলা ১২টা ১৫ মিনিটে প্রতিনিধিরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশগুলো হলো ভারত, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, নেপাল, রাশিয়া, শ্রীলঙ্কা। পুষ্পস্তবক অর্পণ শেষে পরে তারা জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। দুপুর ১টা ২০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন তারা।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন এসব বিদেশি প্রতিনিধি। শনিবার রাজধানীর সোওরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন