এবার বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দেবে ভারত

  24-10-2016 07:54AM



পিএনএস ডেস্ক: ভুয়া ভারতীয় নোট (এফআইসিএন) শনাক্তকরণ করতে বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ দেবে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিকবিষয়ক বিভাগের সঙ্গে যৌথভাবে প্রায় দুই শতাধিক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেবে এনআইএ। গোয়েন্দা সূত্রে খবর বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে প্রায় ৮০ শতাংশ জাল ভারতীয় রুপি ভারতে ঢুকছে। যদিও ভারতের বাজারে ঠিক কতটা ভুয়া নোট রয়েছে সরকারিভাবে তার সঠিক পরিমাণ জানা না গেলেও কলকাতাভিত্তিক একটি সংস্থাকে তার স্টাডি করতে বলা হয়েছে। ভারতের ভুয়া নোট সরবরাহের ক্ষেত্রে বারে বারেই পাকিস্তানের চর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) দিয়ে অভিযোগ উঠেছে। ভারতের বাইরে থেকেই প্রধানত এই অপারেশন করে আসছে আইএসআই ও একাধিক আন্ডারওয়ার্ল্ড গ্যাং। সূত্র বলছে ভুয়া ভারতীয় নোটের পরিমাণ কমপক্ষে ৭০ হাজার কোটি। আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ ভুয়া নোট শনাক্তকরণ করতে পারে। বাকিটার হদিস পাওয়াটা যথেষ্ট কঠিন।

ভারতের কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মতে আকাশ পথ কিংবা সমুদ্রপথ ব্যবহার করে এই ভুয়া ভারতীয় নোট প্রধানত পাকিস্তান থেকে এসে পৌঁছায় বাংলাদেশে, এরপর বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত দিয়ে তা ভারতে ঢোকে। যদিও বাংলাদেশ পুলিশের সক্রিয়তায় ভুয়া নোট পাচারের পরিমাণটা কিছুটা হলেও কমেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন