মাতৃভাষার অপব্যবহার

  25-10-2016 09:04AM


পিএনএস ডেস্ক: বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। সেই ভাষায় আমরা সবাই কমবেশি ভূল করি। কিন্তু রাষ্ট্রীয় কাজে এধরনের ভূল সম্পূর্ণ অনাকাঙ্খিত। বানান ভুলের কারণে কুড়িল উড়াল সেতু এখন ভাজা সেতুর অর্থ বহন করছে। দৃষ্টিনন্দন কুড়িল ফ্লাইওভারের একাধিক সাইনবোর্ডে ফ্লাইওভারের বদলে লেখা রয়েছে ফ্রাইওভার। এর সঙ্গে পাল্লা দিতেই হয়তো ওই ফ্লাইওভার ঘিরে অন্যান্য বোর্ডেও চলছে ভুল বানানোর উৎসব।

৩০৬ কোটি টাকা খরচে নির্মিত কুড়িল ফ্লাইওভার উদ্বোধন হয় ২০১০ সালের ২ মে। রাজধানীবাসীর জন্য প্রয়োজনের পাশাপাশি গর্বেরও নজরকাড়া এ স্থাপনা। তবে চারদিকে ছড়ানো এই ফ্লাইওভারের দিক নির্দেশক সাইন বোর্ডগুলো এমনভাবে ভুল বানানে দাঁড়িয়ে আছে যা দেখে অবাক হওয়ার সঙ্গে লজ্জাও পেতে হয়।

শুধু ফ্লাইওভারই ফ্রাইওভার হয়ে যায়নি, চারদিকেই ভুল বানানের ছড়াছড়ি। ২০ থেকে ৩০ গজের মধ্যে একেক বানান একেকরকম। স্বরণি লেখা সাইন বোর্ড সত্যিই স্মরণীয় হয়ে থাকার মতো। এই উড়াল সেতুতে মানুষের ভোগান্তি কমেছে, তবে ভুল বানানে বেড়েছে অস্বস্তি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন