শক্তি সঞ্চয় করে আসছে ঘূর্ণিঝড় ‘ক্যান্ত’

  25-10-2016 10:58AM


পিএনএস: অভিমুখ বদল করে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গসহ পূর্ব উপকূলের দিকে। এরমধ্যে নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, নাম দিয়েছে ‘ক্যান্ত’।

আবহাওয়ার পূর্বাভাস দাতা সংস্থা আকুওয়েদার বলছে, মায়ানমার উপকূলে আঁছড়ে পড়ার পর নতুনভাবে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় হয়ে মঙ্গল ও বুধবারের (২৫ ও ২৬ অক্টোবর) মধ্যে পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে তেড়ে আসবে।

এর ফলে বুধবার ভোর নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গ উপকূলে বর্ষণ শুরু হতে পারে। তবে অবস্থা মারাত্মক খারাপ হতে পারে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত থেকে শনিবার (২৯ অক্টোবর) সকালের মধ্যে। এই সময় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া নাড়িয়ে দিতে পারে পুরি, কাকিনাদাসহ পশ্চিম-ভারতকে। ঘূর্ণিঝড়ের ফলে ভারী বর্ষণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বিশাখাপত্তম, শ্রিকাকুলাম, পুরি ও বালেশ্বর।

শেষ খবর পর্যন্ত গোপালপুর থেকে ৯৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান করছিল ‘ক্যান্ত’। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো শক্তিশালী হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন