ব্ল্যাঙ্ক চেক নিয়ে চাকরি দিচ্ছে পল্লী শক্তি ফাউন্ডেশন

  25-10-2016 09:05PM

পিএনএস: চাকরিতে যোগদানের আগে জমা দিতে হবে সকল সনদের মূল কপি। সঙ্গে জমা দিতে হবে প্রার্থীর স্বাক্ষরকৃত ব্যাংক অ্যাকাউন্টের চেক। এমনই কিছু ‘অদ্ভুত’ শর্ত দিয়ে দিয়েছে পল্লী শক্তি ফাউন্ডেশন লিমিটেড (পিএসএফএল)। চাকরি ডটকমে ‘অফিসার’ (এইচআর অ্যান্ড অ্যাডমিন) পদে চাকরির বিজ্ঞাপনের এ ধরনের ‘সংবেদনশীল’ দলিল জমা দেয়ার শর্ত দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) আর্থিক সহায়তায় দেশের পল্লী এলাকায় সৌর বিদ্যুৎ স্থাপনের কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনে দুজন অফিসার চাইলেও তাদের বেতন এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি। তবে ৬ মাস পর চাকরি স্থায়ী হলে ১৩ হাজার টাকা দেয়ার কথা উল্লেখ রয়েছে।

এছাড়া বিজ্ঞাপনে আগামী ২৯ অক্টোবর (শনিবার) প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ রয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদান করার পূর্বে স্বাক্ষরকৃত একটি ব্ল্যাঙ্ক চেক জমা দিতে হবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন