রেলের দায়িত্বশীলদের ওপর ক্ষুব্ধ পূর্বাঞ্চল জিএম

  25-10-2016 09:53PM

পিএনএস: প্রতি মাসে প্রিন্সিপাল মিটিং হওয়ার কথা থাকলেও সেটা হয়েছে দীর্ঘ চারমাস পরেই। এ মিটিংয়ে পানি, বিদ্যুৎসহ নানাবিধ সমস্যার বিষয়ে কয়েকজন কর্মকর্তাদের কর্মকাণ্ডে দায়িত্বহীনতার প্রশ্নে ক্ষুব্ধ হয়েছেন পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী আবদুল হাই।
তিনি পানি, বিদ্যুৎ, প্রকৌশল বিভাগের কর্মকাণ্ড, ট্রেনের টিকেটসহ স্ব স্ব বিভাগের বিভিন্ন সমস্যার বিষয়গুলো আলোচনা করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বাঞ্চলের প্রিন্সিপাল অফিসারদের সমন্বয়ে এ মাসিক পর্যালোচনা সভা সিআরবির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এর আগে রেলে দীর্ঘদিন ধরেই পানি ও বিদ্যুৎ সমস্যার বিষয় তুলে ধরে জিএম অফিস ঘেরাও করেন রেল শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলামসহ কর্মচারীরা। এসময় দ্রুত সমস্যার সমাধানেরও আশ্বাস দেন জিএম আবদুল হাই।
অভিযোগ রয়েছে, রেলের পানি, বিদ্যুৎ চুরি হচ্ছে প্রতিনিয়ত। চট্টগ্রাম রেলস্টেশনে চলছে অবৈধ দেহ ব্যবসা, টিকেট কালোবাজারি, ইয়াবা বিক্রয়সহ মদের আসরও। ট্রেনের টিকেট, পার্শ্বেল অফিসে চলছে অনিয়ম। এতে বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) ছুটিতে থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আড়ালে রেখে কৌশলে সাময়িক সুবিধার জন্য ভারপ্রাপ্ত ডিসিও এসব অপকর্মের সাথে জড়িয়ে গেছেন।
তাছাড়া কিছু চিহ্নিত কর্মকর্তাদের আর্থিক সুবিধার কারণেও পানি ও বিদ্যুৎ সমস্যা রয়েছে বলে জানান ভুক্তভোগী কামাল পারভেজ বাদল।
পূর্বাঞ্চল রেলওয়ের জিএম প্রকৌশলী মো. আবদুল হাই বলেন, স্ব স্ব বিভাগের কয়েকজন প্রধানের কাজের ব্যবস্থাসহ নানাবিধ কারণে মাসিক সমন্বয় সভা করতে পারিনি। তবুও প্রত্যেকেই সমন্বয় করেই কাজ করছি। আজ মিটিং হয়েছে। এতে নানাবিধ সমস্যার কথা তুলে দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করেছি। তিনি বলেন, পানির বিষয়টি মারাত্মক সমস্যা। পানির কালার পরির্বতন হয়ে গেছে।
কেন হচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এটি আজ-কালকের মধ্যেই সমাধান হবে বলে আশা করছি। তবে টিকেট কালোবাজারি, পার্শ্বেল বুকে অনিয়মে কোন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
রেলওয়ে শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে পানির ট্যাংক বসানো হয়েছে। দীর্ঘদিন ধরেই এতে ময়লার স্তূপ পড়ে আছে। দায়িত্বশীলদের বলার পরও কোন ধরণের কর্ণপাত করেননি। তাছাড়া বিদ্যুৎ চুরির কারণে নিয়মিত বিদ্যুৎ নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
এ নিয়ে জিএম অফিসে ভুক্তেভোগীরাসহ বিষয়টি অবগত করেছি। তিনি এ ব্যাপারে তত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন