শের-ই বাংলার ১৪৩ তম জন্মবার্ষিকী

  26-10-2016 09:58AM


পিএনএস ডেস্ক: অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই বাংলা এ. কে ফজলুল হকের ১৪৩ তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠির রাজাপুর এলাকার সাতুরিয়ার মিয়া বাড়িতে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।

রাজাপুরের সাতুরিয়ার মিয়া বংশের জমিদার বাড়ি এটি। শেরে বাংলার শৈশবের অনেক স্মৃতিবিজড়িত এ বাড়ি। মাত্র কয়েকবছর আগেও এই বাড়িতে দেখা যেতো তার ব্যবহৃত বহু আসবাবপত্র। কিন্তু সংরক্ষণের অভাবে তা হারিয়ে গেছে।

তবে খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। শের ই বাংলার জন্মস্থান ও তার স্মৃতি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত লোকজন আসে। এখন তারা অনেকটা হতাশ। এ অবস্থায় এলাকার লোকজন শের ই বাংলা স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন।

এ. কে. ফজলুল হকের স্মৃতি রক্ষায় জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

বিগত তত্ত্বাবধায়ক সরকার শের ই বাংলার স্মৃতি রক্ষা প্রকল্পে তিন কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু ওই প্রকল্প বাস্তবায়ন হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন