ঘূর্ণিঝড় কায়ান্টের অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে

  26-10-2016 11:00AM

পিএনএস ডেস্ক: সামান্য এগিয়ে গিয়ে এখন ঘূর্ণিঝড় কায়ান্ট অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ছয়টার বিজ্ঞপ্তি বলছে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে কায়ান্ট। অধিদপ্তরের বিশ্লেষণ বলছে ২৮ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা রাজ্যে আঘাত হানতে পারে।

আবার এর গতিপথও পরিবর্তন হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন