৩০শে অক্টোবর থেকে সিএনজি স্টেশনে ধর্মঘট

  27-10-2016 06:44AM



পিএনএস: তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন। এ জন্য সংগঠনের সদস্যরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আগামী ৩০শে অক্টোবর সকাল ৬টা থেকে তাদের এ ধর্মঘট কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে। দাবিগুলো হলো- সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাস কোম্পানিসমূহের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার ও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করা। গতকাল বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাসুদ খান ও সাধারণ সম্পাদক ফারহান নূর এ ধর্মঘটের ডাক দেন। লিখিত বক্তব্যে মাসুদ খান বলেন, গত বছরগুলোতে বিদ্যুতের মূল্য কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও সিএনজি স্টেশন মালিকদের মার্জিন বিদ্যুতের মূল্যের সঙ্গে সমন্বয় করা হয়নি। অন্যান্য খাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলেও সেই খাত তাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করে মুনাফা ঠিক রাখে। কিন্তু সিএনজি’র ক্ষেত্রে সরকারিভাবে ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারিত থাকায় বর্ধিত উৎপাদন খরচ বিক্রয়মূল্যের সঙ্গে সংযোজন করা সম্ভব হয় না। ফিড গ্যাসের মূল্য সর্বোচ্চ পর্যায় বৃদ্ধি করে ২৭ টাকা করা হলেও স্টেশন মালিকদের মার্জিন সমন্বয় করা হয়নি। মার্জিত সমন্বয়ের জন্য বারবার সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বস্ত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং প্রতিনিয়তই বেড়ে চলছে বিদ্যুতের দাম। তাই আমরা চাই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিএনজি উৎপাদনে বর্ধিত বিদ্যুতের মূল্য স্টেশনের মালিকদের মার্জিনের সঙ্গে সমন্বয় করা হোক। তিনি বলেন, তরল জ্বালানির মূল্য কমানো এবং সিএনজি’র মূল্য বাড়ানো হলে গণপরিবহনে সিএনজি’র ব্যবহার নিরুৎসাহিত হবে। গণপরিবহনে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। তেলের মূল্য কমানোর পাশাপাশি সিএনজি’র মূল্য আনুপাতিক হারে কমিয়ে গণপরিবহনে নৈরাজ্যকর পরিস্থিতির অবসান করতে হবে। তিনি বলেন, এই পরিস্থিতিতে তাদের ব্যবসা বন্ধ হওয়ার হুমকিতে পড়েছে। জনগণকে কষ্ট দিয়ে তারা এরকম কর্মসূচি দিতে চাননি। তিনি আরো বলেন, অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।


পিএনএস/বাকিবিল্লাহ্




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন