চীনের ফাঁদে পা দেওয়ায় শেখ হাসিনাকে খেসারত দিতে হবে, ভারতীয় নেতার হুমকি

  27-10-2016 01:48PM


পিএনএস ডেস্ক: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে ২৭ চুক্তি ও সমঝোতা এবং দুদেশের সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণপরিষদ-অগপ নেতা ধ্রুবজ্যোতি শর্মা বলেছেন, ‘চীনের ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তাকে খেসারত দিতে হবে।’ ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা করা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সাংঘর্ষিক মন্তব্য করে ধ্রুবজ্যোতি শর্মা আরও বলেন, ‘বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারতই তাদের প্রকৃতবন্ধু। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের চরম ক্ষতি হবে।’

উল্লেখ্য, চীনের সঙ্গে সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে বাংলাদেশ। চীনা প্রেসিডেন্টের সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পররাষ্ট্র নীতিই অনুসরণ করছে বাংলাদেশ। সেটা হলো- ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’।

আওয়ামী লীগের সম্মেলনে যোগদান শেষে ভারতে ফেরার আগে গত রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আসামের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহন্তের সঙ্গে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে এসেছিলেন ধ্রুবজ্যোতি শর্মা।

আসামে কট্টর বাংলাদেশবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ‘অসম গণপরিষদ’। আসাম রাজ্যে দুই মেয়াদে ক্ষমতায় থাকাকালীন ২০ হাজারেরও বেশি মুসলিমসহ ২৫ হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে এ দলটির বিরুদ্ধে। বর্তমানে বিজেপির সঙ্গে আসাম সরকারের অংশীদার অগপ আসামে বসবাসরত বাঙালিদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন করছে। তাদের অভিযোগ, প্রতিদিন ৬ হাজার বাংলাদেশি আসামে ঢুকছে এবং তারা আসামের ঐতিহ্য ধ্বংস করে বাংলা ভাষা প্রচলন করছে। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আসছে তারা।

চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের সচেতন জনগণ উদ্বিগ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান চীন থেকে দূরে ছিলেন কিন্তু তার কন্যা চীনের সঙ্গে বন্ধুত্ব করছে। এটা তার রাজনৈতিক অদূরদর্শিতা। চীনের ‘চেকবুক কূটনীতির কাছে আত্মসমর্পণ করার কারণে শেখ হাসিনাকে আঞ্চলিক রাজনীতিতে চরম মূল্য দিতে হবে।’

আসামের বাংলাদেশবিরোধী এ রাজনৈতিক দলের নেতা বলেন, চীন বাংলাদেশের সমুদ্র অঞ্চলে নৌঘাঁটি নির্মাণ করতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করছে। এটা বাংলাদেশকে বুঝতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। এ পরিস্থিতিতে কেমন করে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করেন শেখ হাসিনা?’ সূত্র: আমাদের অর্থনীতি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন