'ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমের উপর আস্থা রাখা উচিত'

  27-10-2016 09:37PM

পিএনএস: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমের উপর আস্থা রাখা উচিত বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।
রাষ্ট্রের নাগরিকের জন্য সরকার। রাষ্ট্র পক্ষপাত না করে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি করার জন্যই সরকার স্বতন্ত্র কমিশন করেছেন।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের খাগড়াছড়িস্থ প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমি কমিশন কারো বিচার করবে না, শুধুমাত্র বিরোধ নিষ্পত্তি করবে। তাই কাউকে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে কমিশনের চর্তুথ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। আজই তিনি প্রথম খাগড়াছড়ি কার্যালয়ে অফিস করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন