ড.দীনেশচন্দ্র ছিলেন সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র : অর্থমন্ত্রী

  27-10-2016 09:52PM

পিএনএস: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ড. দীনেশচন্দ্র সেন ছিলেন সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও তার সাহিত্য সমাদৃত হয়েছেন। যেসব লোকসাহিত্য হারিয়ে যাচ্ছিল তিনি সেগুলো সংগ্রহ করতেন। এখনো যেসব ব্যক্তি লেfকসাহিত্য নিয়ে গবেষণা করছেন তারা দীনেশ চন্দ্র সেনের কাছ থেকেই উৎসাহিত হয়ে করছেন।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে তিন দিনব্যাপী ড. দীনেশচন্দ্র সেন আর্ন্তজাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ সরকার দীনেশচন্দ্র সেনকে তার স্বীকৃতের জন্য রায় বাহাদুর উপাধি দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার জন্যই বাংলা বিভাগ চালু করে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলাপরিষদ প্রশাসক অ্যাড. গোলাম মহীউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম , পিপি আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. ইমরান আলী, মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ঢাকার সভাপতি মো. আজহারুল ইসলাম

পরে অর্থমন্ত্রী ড. দীনেশচন্দ্র সেনের উপর লেখক আজহারুল ইসলাম রচিত বইয়ের মোড়ক উম্মোচন করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন