ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

  30-11-2016 01:30PM


পিএনএস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকার এর নেতৃত্বে ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এখন ঢাকায়। বুধবার বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় প্রতিনিধিদলটিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী তাঁর প্রতিনিধিদলসহ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি তার সফরসঙ্গীগণসহ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) এর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।

প্রতিনিধি দলটির সঙ্গে সফররত ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর উপ-প্রধানগণ যথাক্রমে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের বাহিনীসমূহের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি দুই দিনের সফর শেষে আগামী ১ ডিসেম্বর নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন