কলেজ শিক্ষক নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ

  30-11-2016 02:34PM


পিএনএস: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে ‘পুলিশের গুলিতে’ শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ওই শিক্ষককে গুলি করে হত্যা করেছে বলে দাবি করে সংগঠনটি। এই হত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না বলে দাবি তাদের। এ সময় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করেন।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচির পরে মন্ত্রীর কুশপুতুল দাহ করে তারা। দেশব্যাপী ছাত্র ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে শুক্রবার দেশব্যাপী মশাল মিছিল এবং শনিবার বিকাল ৩টায় শাহবাগে সমাবেশের ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।

অবিলম্বে ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে লাকী বলেন, ‘অনেক প্রতিষ্ঠান জাতীয়করণ হলো, জাতীয়করণ করার কথা না অথচ এমপি মন্ত্রীরা জাতীয়করণ করছেন। সত্যিকারভাবে যেগুলৈা দাবিদার সেগুলো করা হয়নি। এখন তোষামোদের মধ্য দিয়ে জাতীয়করণ চলছে।’

লাকী অভিযোগ করেন, ‘এমপিপুত্র শেখ ফজিলাতুন্নেসা কলেজ নাম দিয়ে মাত্র ৩০০ কলেজ শিক্ষার্থীর কলেজ জাতীয়করণ করলেন অথচ ফুলবাড়িয়ার ৫০০০ শিক্ষার্থীর ঐতিহাসিক কলেজ জাতীয়করণ হলো না।’

শিক্ষক হত্যার নিন্দা জানিয়ে লাকী বলেন, ‘আন্দোলনের কেবল সূচনা হচ্ছিল, কিন্তু কোনো নোটিশ ছাড়াই পুলিশ কলেজে ঢুকে গুলি করলো এমপির উস্কানিতে। সরকারের পেটোয়া বাহিনী দিয়ে শিক্ষক বিনা অনুমতিতে কলেজে ঢুকে হামলা করলো। এই হামলার দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী দায়ভার এড়াতে পারে না।’

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তুহিন কান্তি দাস ও মহানগর সাধারণ সম্পাদক জি এম রাব্বীসহ কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন